পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বরিশাল ফিল্ড টিম ম্যানেজার মোঃ মোতাহের হোসাইন, সুইমসেইফ স্পেশালিস্ট মোঃ সেকান্দর আলী। সভায় ভাসা প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন এরিয়া ভাসা প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মনির হোসেন এবং দীপিকা দাস। উন্মুক্ত আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন প্রেসক্লাব সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, গোফরান পলাশ প্রমূখ।
মতবিনিময় সভায় “প্রকল্প ভাসা” কার্যক্রম সম্পর্কে পানিতে ডুবে মৃত্যুর বর্তমান ভয়াবহ চিত্র উপস্থাপন করা হয়। এবং এ থেকে উত্তরনের বিভিন্ন পদক্ষেপ সহ বর্তমান কাজের অগ্রগতি তুলে ধরেন সিআইপিআরবি বরিশাল বিভাগের ফিল্ড টীম ম্যানেজার মোঃ মোতাহের হোসাইন। আলোচনায় আঁচল (নিরাপদ শিশু দিবা যত্ন কেন্দ্র), সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উঠে আসে।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৩,২০২৩//

Discussion about this post