Print Date & Time : 21 April 2025 Monday 2:58 pm

কলাপাড়ায় সিএনজি দুর্ঘটনায় দুইজন নিহত

গোফরান পলাশ, কলাপাড়া :  পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশ কানি এলাকায় যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী  খাদে পড়ে আরোহী আফজাল হোসেন ও জাকারিয়া ঘটনাস্থলে  নিহত হয়েছে।  আহত হয়েছে চালকসহ চারজন। আজ শনিবার সকাল ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন বরগুনা জেলার বড়ইতলা ও জাকারিয়া চরপাড়া এলাকার বাসিন্দা।

কলাপাড়া থানার এস আই জহুরুল ইসলাম ও  আহত সিএনজি যাত্রীরা জানান, আমতলী থেকে পাঁচ যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশ্য ছেড়ে আসা  সিএনজিটি বিশকানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আফজাল হোসেন ও জাকারিয়া নিহত হয়।

ঘটনার পর কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের হাসপাতালে প্রেরন করে। পরে অবস্থার অবনতি ঘটলে সিএনজি চালক জামাল হোসেন ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অপর আহত আবু সালেহ ও মাসুদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন  করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য //১৩ এপ্রিল ২০২৪//