পটুয়াখালীর কলাপাড়ায় মোসা: নার্গিস বেগম (২৩) নামের এক গৃহবধূর হত্যার ঘটনায় তার স্বামী মো: রাজিব (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টায় পার্শ্ববর্তী আমতলী উপজেলার মহিষকাটা গ্রাম থেকে কলাপাড়া থানা পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে শনিবার রাতে উপজেলার লেমুপাড়া গ্রাম থেকে মো: আনোয়ার হোসেন এর কন্যা এবং রাজিব এর স্ত্রী এক সন্তানের জননী গৃহবধূ নার্গিস বেগম (২৩) এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে পুলিশ।
নিহত গৃহবধূর দেড় বছরের একটি শিশু কন্যা রয়েছে। নিহত গৃহবধূর গলায় কালো দাগ এবং স্বামী পলাতক থাকায় ঘটনার পর থেকেই এটি হত্যাকান্ড বলে সন্দেহ করে পুলিশ।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে নিহত গৃহবধূর স্বামী রাজিব। মঙ্গলবার তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/