গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় একই ঘর থেকে আরিফ হোসেন (২৫) ও রিয়া মনি ( ২২) দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি ) রাত ১টার দিকে মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের পশ্চিম আসালত খাঁ পাড়া গ্রাম থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
মৃত আরিফ হোসেনের বাবার নাম আলী হোসেন ।
স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন। তার বাবা-মা দুজনে ঢাকায় থাকেন। কিছুদিন আগে জমি কিনে এখানে ঘর তৈরি করেন আরিফ। স্বামী স্ত্রী দুজনে দুপুরে মিস্ত্রিপাড়া আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে শুনেছেন প্রতিবেশীরা।
রাত ১২টার দিকে এ দম্পত্তির একমাত্র শিশু কন্যার কান্নার আওয়াজ শুনে ঐ বাড়িতে যায় স্বজনরা। পরে রিয়া এবং আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এসময় শিশু সুমাইয়া বাবার ঝুলন্ত মরদেহের দিকে তাকিয়ে কাঁদছিল।
মৃত আরিফের ভাগ্নে খাইরুল জানান, তিনি গিয়ে তার মামাকে ঘরে এবং মামানিকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ মহিপুর থানায় নিয়ে আসছি। ময়নাতদন্তের জন্য মরাদেহ দুইটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//