Print Date & Time : 11 May 2025 Sunday 5:34 pm

কলাপাড়ায় ১৩ বস্তা ভিজিএফ চাল জব্দ

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনও’র অভিযানে এক প্রবাসীর বাড়ি থেকে ত্রিশ কেজি ওজনের ১৩ বস্তা ভিজিএফ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর অভিযোগে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামে বশির নামের এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।

জানা যায়, জেলেদের চাল দেয়ার সময় ২টি গাড়িতে করে ওই প্রবাসির বাড়িতে ও তার পার্শ্ববর্তী একটি বাড়িতে সরকারি এই চাল নিয়ে আসা হয়। পরে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএনও কে খবর দিলে তাঁরা এসে এই চাল জব্দ করে।

উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউসুফ বলেন, কিছু জনপ্রতিনিধিদের যোগসাজশে এই চালগুলো পাচার করা হয়। যার ফলে প্রকৃত জেলেরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। আজকে যে চালগুলো পাওয়া গেছে এগুলোর মুল হোতাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, আমার পরিষদে যে জেলেদের চাল আসে এগুলোর সঠিক বন্টন হয়, আর প্রত্যক কার্ডধারী জেলে চাল পাচ্ছে। চাল নিয়ে এসে যদি কেউ বিক্রি করে তার খবরতো আমার কাছে নেই। তারপরও এতগুলো চাল এখানে কোথা থেকে আসলো খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তায় সরকারী সিল লাগানো চাল উদ্ধার করা হয়েছে। ১৩ টি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসময় ওই বাড়িতে কেউ ছিলনা। এ চালগুলো ঈদের বিশেষ ভিজিএফ চাল। আপাতত জব্দ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//