Print Date & Time : 11 July 2025 Friday 11:46 pm

কলাপাড়ায় ১৭৪ শিক্ষার্থী পেল মোবাইল ট্যাব

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ২৯টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ১৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে পরিসংখ্যান বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।
কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

এর আগে বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিকী, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির।

দৈনিক দেশতথ্য//এসএইচ//