পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ৫ মন ওজনের নিষিদ্ধ ৭ টি শাপলা পাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড সদস্যরা।
সোমবার বিকাল পাঁচটায় উপজেলার আলীপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে এসব মাছ জব্দ করা হয়। তবে এসময় ওই ঘরের মালিক রহিম ভান্ডারিকে আটক করতে পারেনি কোষ্টগার্ড। পরে এসব মাছ কোষ্টকার্ড স্টেশনে মাটিতে পুতে ফেলা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারের তালাবদ্ধ ওই ঘরটিতে অভিযান চালানো হয়। পরে লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মাছগুলো উদ্ধার করা হয়। ৭ টি শাপলাপাতা মাছের ওজন প্রায় ২০০ কেজি। অসাধু জেলেদের বিরুদ্ধে কোষ্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩

Discussion about this post