গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে বড়শি দিয়ে মাছ শিকারের দায়ে ৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দিবাগত রাত আড়াইটায় মা ইলিশ রক্ষার অভিযানে এসব জেলের কাছ থেকে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদছক। এসময় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ও পায়রা বন্দর নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অপু সাহা বলেন, রাতে অভিযান চলাকালে মাছ শিকাররত অবস্থায় রাবনাবাদ নদীর লালুলা, বালিয়াতলী ও ধূলাসার পয়েন্ট থেকে ৬ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো মহারাজ খান (৩২), সামসুল হক (৬০), কামরুল আকন (২১), রাসেল চৌকিদার (২৫), জাকির হাওলাদার (৪৫) ও সোহাগ হাওলাদার (২৫)। পরে আটককৃত জেলেদের অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
অপু সাহা আরও বলেন, মা ইলিশের ২২ দিনের অবরোধ সফল করতে নদী ও সাগরে এ অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post