গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ শিকারী ৭৮ জেলের মাঝে ১৮ হাজার মিটার বৈধ জাল সহ মাছধরা সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে জাল এসব সামগ্রী বিতরন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।
কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রমূখ।
মৎস্য অফিস সূত্র জানায়, ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বৈধ ভাবে জীবিকা নির্বাহের লক্ষে ইলিশ অভয়াশ্রমের লতাচাপলী পয়েন্টের ৫ গ্রামের দরিদ্র জেলেদের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়।
দৈনিক দেশতথ্য// এইচ//