Print Date & Time : 23 April 2025 Wednesday 7:47 am

কলাপাড়ায় ৮ জনকে কুপিয়ে জখম, আটক ১

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই ১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বঙ্গবন্ধু কলোনিতে এ ঘটনা ঘটে। পরে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।