Print Date & Time : 21 April 2025 Monday 7:33 am

কলাপাড়ায় জেলা আইনজীবী সমিতির মুজাহিদ-উজ্জ্বল প্যানেল পরিচিতি

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় জেলা আইনজীবী সমিতি, পটুয়াখালী’র বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সমমানা আইনজীবীদের সমর্থিত প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী বার ভবনে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: হারুন-অর-রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পটুয়াখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব সুলতান আহমেদ মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পটুয়াখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সারোয়ার, পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল আলম, অ্যাডভোকেট এনামুল হক, সাবেক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মহসিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আহসান কচি, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান শাহীন প্রমূখ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাঈদ’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মোঃ মুজাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট উজ্জ্বল কুমার বসু, উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমানের চুন্নু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, কলাপাড়া চৌকি আদালতের এপিপি অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//