Print Date & Time : 4 July 2025 Friday 3:32 am

কলাপাড়ায় পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিল ঘরামী, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন ও মোঃ সাইদুর রহমান সাইদ‌। 

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৬, ২০২৩//