১১৪, পটুয়াখালী-৪ আসনে নৌকার প্রার্থী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এর সমর্থনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, কলাপাড়া-রাঙ্গাবালী আসনের নৌকা প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ভিপি আবদুল মান্নান, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক মোল্লা, মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হিরন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি কাজী আলমগীর বলেন, ’দলের নেতা-কর্মীদের কাছে আমাদের ম্যাসেজ একটাই, নৌকা’র বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। আমরা ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করবো, ১৮ তারিখ দেখবেন কতজন বহিস্কার হয়। আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করবো, ইনশাআল্লাহ।
দলীয় সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে কাজী আলমগীর আরও বলেন, ’দলের নীতি নির্ধারনী পর্যায় থেকে নৌকা’র বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবস্থান নেয়াদের বিরুদ্ধে দলের সিদ্ধান্ত আপনারা ১৭ তারিখের পর জানতে পারবেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে অবশ্যই আঙ্গুল বাঁকাতে হবে।’
গোফরান পলাশ, কলাপাড়া:

Discussion about this post