Print Date & Time : 24 August 2025 Sunday 4:24 am

কলাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা !

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। যা দু’দিন আগে বিক্রি হয়েছে ১৬০ টাকায়। কোন কারন ছাড়া হঠাৎ কাঁচা মরিচের দাম কেজিতে ১৪০ টাকা বেড়ে যাওয়ায় অনেকের মাথায় হাত উঠেছে। ক্রেতাদের অনেকের ধারনা, আসন্ন ঈদুল আয্হা উপলক্ষে কাঁচামাল আড়ৎদাররা সিন্ডিকেট করে এমন দাম বাড়িয়েছে। তবে বিক্রেতাদের দাবি মোকামে তাদের বেশি দামে কিনতে হয়েছে। এছাড়া হঠাৎ করে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বলে তারা উল্লেখ করেন।

শান্ত নামের এক ক্রেতা জানান, বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়। যে কাঁচা মরিচ দু’দিন আগে কেজি কিনেছি ১৬০ টাকায় দু’দিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৩০০ টাকায় । প্রশাসনের উচিৎ বাজার মনিটরিং করা ।
অপর এক ক্রেতা শহিদুল জানান, এ যেন পাগলামি শুরু হয়েছে । আদা, কাঁচা মরিচ এখন আগের চেয়ে ডবল দামে বিক্রি হচ্ছে ।

বিক্রেতা সোবহান জানান, মোকামে বেশি দামে কিনতে হয়েছে। তাই বেশী দামে বিক্রি হচ্ছে ।

দৈনিক দেশতথ্য// এইচ//