Print Date & Time : 24 August 2025 Sunday 12:57 pm

কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

গোফরান পলাশ,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিষপানে মোসা. তানজিলা আক্তার নাহার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় পৌরশহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মো.পারভেজ হোসেনের স্ত্রী। এ ঘটনায় রবিবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, দুই সন্তানের জননী তানজিলা আক্তার নাহার দীর্ঘদিন ধরেই নানান রকমের রোগে আক্রান্ত । ঘটনার দিন শারীরিক অসহ্য যন্ত্রনা সইতে না পারায় সে সবার অগোচরে বাবার বাড়ী চিংগড়িয়ায় ঘরে থাকা বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেকক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//