Print Date & Time : 6 July 2025 Sunday 2:26 am

কলাপাড়ায় চাল পাচ্ছে ২৭ হাজার ৮০৭ দরিদ্র পরিবার

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল-আযহা উপলক্ষে ২৭ হাজার ৮০৭ দরিদ্র পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা থেকে ইতিমধ্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার অনুকূলে বরাদ্দের এ চিঠি পৌঁছানো হয়েছে।
ঈদের আগেই অসহায়, দু:স্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরন করা হবে বলে নিশ্চিত করেছে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র।

সূত্র জানায়, উপজেলার ১২ ইউনিয়নে ২০১০৫ কার্ডধারী দু:স্থ পরিবারের জন্য
২০১.০৫০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া কলাপাড়া পৌরসভার ৪৬২১
কার্ডধারী অসহায় পরিবারের জন্য ৪৬.২১০ মে.টন এবং কুয়াকাটা পৌরসভার ৩০৮১
দরিদ্র পরিবারের জন্য ৩০.৮১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ঈদের আগে স্থানীয় সাংসদ, ইউএনও’র উপস্থিতিতে বিশেষ বরাদ্দের এ চাল বিতরণ করবেন সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধি গন। ট্যাগ অফিসারদের উপস্থিতিতে
সঠিক ভাবে এ চাল বিতরনের জন্য বলা হয়েছে।

উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো: হুমায়ুন কবির জানান, ঈদের আগে দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে। চাল বিতরন কার্যক্রম উদ্বোধন
করবেন স্থানীয় সাংসদ ও ইউএনও মহোদয়। বিতরণের সময় ইউপি চেয়ারম্যান ও মেয়র
গন উপস্থিত থাকবেন। সঠিক ভাবে চাল বিতরনের বিষয়টি নিশ্চিত করবেন
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার গন।

কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন বলেন, দরিদ্র পরিবারের জন্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের এ চাল বিতরনে কোন ধরনের অনিয়ম হলে
আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। অনিয়মে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

দৈনিক দেশতথ্য//এসএইচ//