গোফরান পলাশ,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় চিংগড়িয়া খাল দখলমুক্ত করতে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া শাখার সভাপতি মেজবাহউদ্দিন মান্নু’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কলাপাড়া শাখার সভাপতি কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিকংন বায়েন, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, শিক্ষক আতাজুল ইসলাম, মানিক-মালা খেলাঘর আসর কলাপাড়া শাখার সভাপতি হেমায়েত উদ্দিন লিটন, গনমাধ্যম কর্মী সুজন মৃধা প্রমূখ ।
দৈনিক দেশতথ্য//এইচ//