Print Date & Time : 23 April 2025 Wednesday 2:25 pm

কলাপাড়ায় জমিসহ ঘর পেল ২০০ ভূমিহীন পরিবার

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ ধাপে ২০০ ভূমিহীন-গৃহহীন অসহায় পরিবার পেলদুই শতক জমি সহ ঘর।

বুধবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে এসব পরিবারের মাঝে জমি সহ ঘরের দলিল হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্যঅধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিববলেন, ’বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গৃহহীন পরিবারের তালিকাে তৈরি করে আমরা তাদের হাতে জমি সহ ঘরের দলিল বুঝিয়ে দিচ্ছি। যাতে দেশেএকটি পরিবারও গৃহহীন না থাকে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, ইউএনও (ভারপ্রাপ্ত)
কৌশিক আহমেদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব
তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির, উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো: হুমায়ুন কবির, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মকর্তা মো: আছাদুজ্জামান প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এইচ//