Print Date & Time : 17 July 2025 Thursday 11:02 pm

কলাপাড়ায় দুঃস্থদের মাঝে ৩০ মন সামুদ্রিক মাছ বিতরণ

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় দুঃস্থ, অসহায় মানুষের মাঝে ৩০ মন ছোট প্রজাতির সামুদ্রিক মাছ বিতরণ করলেন ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন।
আজ শুক্রবার দুপুরে শহরের বঙ্গবন্ধু কলোনিতে বসবাসরত অসহায়, দুঃস্থ মানুষের মাঝে তিনি এ সামুদ্রিক মাছ বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ থানা পুলিশের সদস্যরা।

এর আগে শুক্রবার ভোররাতে কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে একটি ট্রাকসহ এসব সামুদ্রিক মাছ জব্দ করেন ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছ পরিবহনের দায়ে ছাত্তার (৩৫) নামের এক ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ২০ মে
থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। জব্দকৃত মাছের মধ্যে বেশিরভাগই সামুদ্রিক ছোট ছুরি ও গাবের আটি মাছ রয়েছে।

দৈনিক দেশতথ্য// এইচ//