গোফরান পলাশ,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় সেম্পল ওষুধ বিক্রি এবং ওষুধ প্রশাসনের অনুমতি ব্যতীত ক্যামিক্যাল বিক্রি করার দায়ে দু’টি ওষুধের দোকানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পটুয়াখালীর ড্রাগ সুপার মীর আবদুর রাজ্জাক সোমবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন রাকিব মেডিকেল হলে ২০ হাজার টাকা এবং মা-বাবার দোয়া মেডিকেল হলে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
এ অভিযান রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগস সমিতির সভাপতি মো.ইব্রাহিম খলিল জনিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//