Print Date & Time : 4 July 2025 Friday 8:56 pm

কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. শাকিল (১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।
আজ শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী এবং বলিপাড়া
গ্রামের মো. মোশারেফ হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

নিহত শাকিলের মামা মো. সবুজ জানান, নিজেদের গোয়াল ঘর পরিস্কারের জন্য ট্যাংকিতে পানি উত্তোলনের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে সে এ দূর্ঘটনার শিকার হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, স্কুল ছাত্রের বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//