Print Date & Time : 22 April 2025 Tuesday 6:53 pm

কলাপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

বিশ্ব হাত ধোয়া দিবসে এবারের প্রতিবাদ্য ছিল ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত।

রবিবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্নাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারী, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এ শোভা যাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা শেষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিতেত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: জিহাদ হোসেন প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এইচ//