Print Date & Time : 22 April 2025 Tuesday 12:58 pm

কলাপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় মো. রেজাউল সিকদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।
শনিবার রাত ১১ টার দিকে উপজেলার নিলগঞ্জ ইউনিয়নের নেভীক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সে নেভীক্যাম্প সংলগ্ন নুরুল আমিন সিকদারের ছেলে ।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লেন-দেন সম্পর্কিত বিষয় নিয়ে তাকে কুপিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//