গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় মোসা: যুথি আক্তার (১৪) নামে
এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে নিজেদের বাড়ীর একটি ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে সে ফাঁস দেয় বলে দাবী পরিবারের।
বাড়ীর লোকজন অনেক সময় তাকে না দেখে খোঁজাখুজির একপর্যায় ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
নিহত যুথি বিপিনপুর গ্রামের মো: হান্নান মিয়ার মেয়ে এবং বিপিনপুর মহিলা দাখিল মাদ্রসার নবম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মহিপুর থানার ওসি খন্দকার মো: আবুল খায়ের জানান, তার মৃত্যুর কারন এখনো জানা যায়নি । ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post