Print Date & Time : 21 July 2025 Monday 7:42 pm

কলাপাড়ায় মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

গোফরান পলাশ, কলাপাড়া: ’নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ
প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে মৎস্য অধিদপ্তর।
সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গির হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অপু সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকোফিশ-২ এর সহযোগী গবেষকসাগরিকা স্মৃতি, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমূখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ন। অধিদদপ্তরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। মাছ উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসেবে
মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ইলিশউৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযানে মৎস্য আহরনে নিয়োজিত প্রায় ২ দশমিক ৭০ লাখমৎস্যজীবীর পরিবারের নুন্যতম ১৩ দশমিক ৫০ লাখ মানুষের জীবীকা নির্বাহ
হচ্ছে উপকূলীয় সামুদ্রিক মৎস্য সম্পদের মাধ্যমে। তাই জেলেদের সুরক্ষায় সবরকমের উদ্দোগ নিয়েছে সরকার।

সভাপতির বক্তব্যে ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন বলেন, জেলেদের জীবন মানউন্নয়নের জন্য সরকার তাদের চাল, জাল, গাভী, বাছুর, ছেলে-মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি সুবিধা দিচ্ছে।

দৈনিক দেশতথ্য//এস//