Print Date & Time : 8 July 2025 Tuesday 11:17 pm

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।
পরে সকল সরকারি ,আধা সরকারি , স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাতটায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান সহ দলীয় নেতা-কর্মীরা। সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশ নেয়।
সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিকেলে প্রীতি ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ছয়টায় ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে গৃহীত উপজেলা প্রশাসনের এসকল কর্মসূচিতে স্থানীয় সাংসদ অধ্যক্ষ মোঃ মুহিব্বুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//