Print Date & Time : 7 September 2025 Sunday 2:28 am

কলাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবকের লাশ ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারের একটি সেলুন থেকে সুজন দাস (২০) নামে ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুজন দাস আমতলী উপজেলার চাওড়া গ্রামের নির্মল দাসের ছেলে।
এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ওসি মো: ফেরদৌস আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।

বাবলাতলা বাজারের সেলুন ব্যবসায়ী তপন শীল জানান, সুজন তার বাড়ীতে খাওয়া দাওয়া করে। রবিবার রাতে খাবার খেয়ে যায়। সোমবার আর খেতে আসেনি।

আফজাল নামে এক ব্যবসায়ী জানান, সকালে ওই দোকানে চুল কাটানোর জন্য গেলে সেলুনটি বন্ধ পেয়েছি। পরে সে আর দোকান না খোলায় সন্ধ্যায় কিছু লোকজন সেলুনটির শাটার ফাঁক করে ফ্যানের সাথে সুজনকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

দৈনিক দেশতথ্য//এইচ/