Print Date & Time : 2 August 2025 Saturday 7:10 pm

কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তলোন করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের নেতা কর্মীরা।

বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে দোয়া মোনাজাত ও কেক কেটে বার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//