গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার (৪০) বিরুদ্ধে একশিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
বর্তমানে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামী বশির মৃধা সহ দুই জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারী রাত নয়টায় বশির মৃধা ওই শিক্ষিকার
বাড়ির টয়লেটে গিয়ে লুকিয়ে থাকে। পরে ওই শিক্ষিকা টয়লেটে গেলে সে তাকে যৌন হয়রানি করে। এসময় ওই শিক্ষিকার
ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত বশির মৃধা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করায় বর্তমানে ওই শিক্ষিকার পরিবারকে মারধরের হুমকি দিয়ে আসছে বশির মৃধা সহ তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সহ-সভাপতি মো: বশির মৃধা জানান, এ সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবংভিত্তিহীন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, শিক্ষিকাকে যৌন হয়রানীর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post