পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল সরদার হত্যারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সাইদুলের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভাইয়ের শোকে জ্ঞান হারান বড় বোন তাজিনুর ও মেজ বোন কহিনুর। এসময় প্রেসক্লাবের সামনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মানববন্ধনে টিয়াখালী ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, সাইদুল হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর রাতে ৩ সন্তানের জনক সাইদুলকে দুর্বৃত্তরা মধ্য টিয়াখালী গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে। এঘটনায় ওই দিনই সাইদুলের দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post