পটুয়াখালীর কলাপাড়ায় পরিত্যক্ত একটি স্কুল ভবনের সংস্কার কাজ করতে গিয়ে দেয়াল চাপা পড়ে আলামিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলামিন কলাপাড়ার নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনির বাসিন্দা মো.আলমগীর মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, উপজেলা পরিষদের অনুমতি না নিয়ে প্রধান শিক্ষক এবং সভাপতি তাদের নিজেদের উদ্যোগে এ কাজ করেছে।
কলাপাড়া থানার পুলিশ উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম জানান, পরিত্যক্ত ভবনের দেয়াল ধ্বসে তার মাথায় আঘাত পায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post