Print Date & Time : 23 April 2025 Wednesday 12:49 am

কলাপাড়ায় ১৬ মার্চ ইউপি নির্বাচন

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেয়াদ উত্তীর্ণ পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৬ মার্চ।

স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থীরা অংশ নিচ্ছে। এছাড়া বিএনপি’র প্রার্থীরা দলীয় প্রতীকে অংশ না নিয়ে স্বতন্ত্র মোড়কে অংশ নেয়ায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচনী এলাকায়। গতকাল রবিবার মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী আসনে ৫০ জন এবং সাধারন আসনে ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ বলেন, আজ সোমবার মনোয়ন পত্র বাছাই করা হবে। ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৬ মার্চ পাঁচটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//