পটুয়াখালীর কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব।
শুক্রবার বেলা ১১টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল আহসানের সভাপতিত্বে সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল’র সঞ্চালনায় এমপি মহিব বলেন, ‘শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্যবসায়ীরা স্বাধীন ভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে। কাউকে কোন চাঁদা দিতে হয় না। তাই শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ, কলাপাড়া মহিলা কলেজ’র অধ্যক্ষ মো. মঞ্জুরুল আলম, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু প্রমূখ।
এ সময় কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post