Print Date & Time : 11 May 2025 Sunday 4:03 am

কলা গাছের সাথে শত্রুতা

কুষ্টিয়ার মিরপুরে প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ জুন) ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মন্ডল জানান, কৃষ্ণপুর গ্রামের বাইলদাড়ি মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় বাণিজ্যিকভাবে কলাগাছের চাষ করেছিলাম।

তাঁর দাবি, শত্রুতাবশত পাশ্ববর্তী ইউনিয়ন  এলাকার প্রতিপক্ষের লোকজন লাগানো কলাগাছ গুলো কেটে ক্ষতি করেছে। যা গ্রামের লোকজন দেখেছেন। প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করেছে চিহ্ন দুর্বৃত্তরা। কলাগাছ গুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এঘটনায় প্রায় ৬লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় জড়িত  কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছি। 

তিনি আরও বলেন,‘মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো? এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবি করেছি।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ সেখানে গেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য//১০ জুন-২০২২//