Print Date & Time : 22 April 2025 Tuesday 10:32 am

কল্যাণপুর দরবার শরীফে ফের হামলা

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরের কল্যাণপুর পাক দরবার শরীফে ফের হামলা  চালিয়েছে মৌলবাদী গোষ্ঠী।

গত শুক্রবার জুম্মার নামাজ শেষে উগ্র মৌলবাদীরা গোপন বৈঠক করে পরিকল্পনা মোতাবেক দরবারে হামলা চালায়।মৌলবাদী গোষ্ঠীর প্রধান জাকির চোর, রাজা, রেজুসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জন কে সাথে নিয়ে পুলিশি বাঁধার মুখে হামলা করে বিভিন্ন নির্মান সামগ্রী লুট করে নিয়ে যায়। ইতিপূর্বেও জামিনে বেরিয়ে হোগলবাড়িয়া ইউনিয়নের রেসালাতে মোজাদ্দেদিয়া চরদিয়ায় দরবার শরীফে জাকির চোর, রাজা, রেজু ও তার বাহিনী পুলিশ ক্যাম্প, গাড়ির গ্যারেজ ভাঙচুর করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ৭ জানুয়ারী অভিযুক্তরা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানোসহ জাকেরদের মারধর করে। তারপর আবার তাদের নামেই মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়। হামলা ও ভাংচুরের বিষয়ে দরবার কর্তৃপক্ষ এই প্রতিবেদককে জানান, জাকির চোর, রাজা, রেজু সহ তাদের  বাহিনী এপর্যন্ত দরবারে কয়েক দফা হামলা ও লুটপাট চালিয়েছে। প্রশাসন উল্লেখযোগ্য পদক্ষেপ না নেওয়ায় সে চৌধুরীদের ইন্ধনে বার বার লুটপাট ও হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আরো জানা যায়, গতকাল সকালে পূনরায় হামলা ও লুটপাটকালে পুলিশের হাতে একজন আটক হয়েছে।

ইতিপূর্বে দৌলতপুর থানায় বিভিন্ন মামলা সূত্রে জানা যায়, দরবার শরীফের বিরুদ্ধে যে সকল মৌলবাদীরা অপপ্রচারে লিপ্ত রয়েছেন তারা অধিকাংশ ব্যক্তি নাশকতা ও সরকার বিরোধী মামলার আসামি। সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত ব্যক্তিদের দরবার শরীফের বিরুদ্ধে অপপ্রচারে বাধ্য করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি এই প্রতিবেদককে জানিয়েছেন।

অন্যদিকে জাকির, নিজবুল, রাজা ও ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এবং লুটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুর ঠেকাতে জাকের ভক্তরা ও দরবার কর্তৃপক্ষ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসানের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দৈনিক দেশতথ্য//এল//