Print Date & Time : 5 July 2025 Saturday 6:44 pm

কল্যানপুর দরবার শরীফের চুরি: আটক ২

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া দৌলতপুরের কল্যানপুর চরপাক দিয়া দরবার শরীফে ইট চুরির সময় ইটবোঝাই ট্রলিসহ দুইজন আটক হয় ।

গতকাল বৃহস্পতিবার ভোর রাতে দরবার শরীফের নির্মানাধীন ডায়াবেটিস হাসপাতালের ইট চুরি করার সময় পুলিশের হাতে নাতে ইটবোঝাই ট্রলিসহ আটক হয় রাজিব ও রাকিবুল।
এসময় পুলিশের তারা খেয়ে বাকিরা পালিয়ে যায়।
এব্যাপার দৌতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, দরবারের নির্মানাধীন ডায়াবেটিস হাসপাতালে ইটচুরি করে পালানোর সময় হাতে নাতে পুলিশ দুই চোর করে আটক। আটককৃতদের কোর্টে প্রেরন করা হয়েছে। এছাড়াও এই মামলায় বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

দৈনিক দেশতথ্য//এল//