Print Date & Time : 4 August 2025 Monday 2:46 am

কাগুজি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজি হত্যা মামলার প্রধান আসামি মুছা গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) দিবাগত রাতে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুছা গাজী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফছার গাজীর ছেলে।

এছাড়াও এঘটনায় আরও পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের তুলারামপুর গ্রামের এরশাদ আলীর বাড়ি থেকে মুছা গাজীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই মধ্যরাতে স্ত্রীকে নৌকায় বেধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মুছা গাজীসহ আটজনের নামের উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।