Print Date & Time : 9 October 2025 Thursday 9:51 am

কাজীপুর ইউনিয়ন বিএনপি’র পরিচিত সভা অনুষ্ঠিত 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দিন কালু।
বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, মুনজুরুল হোসেন টকি।
এ সময় উপজেলা বিএনপি’র ও কাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা।

এবি//দৈনিক দেশতথ্য //