কুমারখালী প্রতিনিধি : আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে শহীদ গোলাম কিবরিয়া সেতু (প্রস্তাবিত নাম) নির্মাণ করা হচ্ছে। সেতুর কাজ শেষ হলে দুপাড়ের অর্ধশত বছরের সেতুবন্ধন হবে।
মঙ্গলবার(২৭ জুলাই) বিকেলে গড়াই নদীর উপর নির্মাণাণাধীন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলে।
সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, করোনার কারনে নির্ধারিত সময়ে কাজ শেষ হতে একটু বিলম্ব হতে পারে। তবে যতদুর সম্ভব কাজ শেষ করা হবে। কাজ শেষ এলাকার মানুষের অভূতপূর্ব জীবন যাত্রার মান উন্নয়ন হবে।
এসময় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post