Print Date & Time : 4 July 2025 Friday 8:31 am

কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ ক্রিকেট প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগীতায় ২০২১-২২ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের সাথে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের খেলোয়াড়দের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ৫০ ওভারে বালক বিদ্যালয়কে ৯ উইকেটে হারিয়ে জয়লাভ করে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের খেলোয়াড়রা। পরে আলচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। তৃতীয়বারের মত ক্রিকেট প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হওয়ায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আক্কাস আলী, সদস্য ফয়সাল আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এল//