মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারী উপজেলার শতবর্ষীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটিরহাট উচ্চ বিদ্যালয় এর বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মাইনুদ্দীন মজুমদার।
এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কুদ্দুস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. অছিউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাবুদ্দীন চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম জুলফিকার।
শিক্ষাথীদের চারটি হাউজে বিভক্ত করে মোট ৩০ টি ইভেন্টে দুই শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। বিচারক ও খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক রেজাউল করিম, নুরুল ইসলাম, সহযোগিতায় ছিলেন সহকারি প্রধান শিক্ষক এসএম জুলফিকার, সিনিয়র শিক্ষক মো. বাদশা আলম, সিরাজ উদ্দীন প্রমুখ।
বিকেলে প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন পতাকা নামানোর মাধ্যমে দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
হাউজ সমুহ ছিল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউজ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হাউজ, পল্লীকবি জসীম উদ্দীন হাউজ ও বেগম সুফিয়া কামাল হাউস।
দৈনিক দেশতথ্য//এসএইচ//