Print Date & Time : 24 August 2025 Sunday 9:07 pm

কাতারে বিদ্যুতষ্পৃষ্টে গাংনীর তুষারের মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ কাতারে নির্মাণাধীন বিল্ডিংয়ের টাইলস এর কাজ করার সময় বিদ্যুতষ্পৃষ্ট হয়ে তুষার ইমরান নামের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত তুষার মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ঢেপা গ্রামের শুকুর আলীর ছেলে।

শনিবার (১৬-ই জুলাই) কাতারে বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

তুষারের পারিবারিক সূত্র জানায়,গত ৫ বছর পূর্বে তুষার কর্মের সুবাদে কাতারে যায়। শনিবার তুষারের বন্ধুরা জানায়, বিল্ডিং এর টাইলস কাটার সময় বিদ্যুত ষ্পৃষ্ঠ হয়ে মারাত্মক আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে

দৈনিক দেশতথ্য//এল//