রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ পাওয়া গিয়েছে। লংগদু উপজেলার কাট্টলী বিলে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে তার নিখোঁজ হন। আজ রোববার সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বলেন, গতকাল রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ জেলেদের জালে ভেসে উঠে। সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
গত শুক্রবার বেলা তিনটার দিকে কাট্টলী বিলে দুই নৌযানের সংঘর্ষে দুজন নিখোঁজ ও স্পিডবোট চালকসহ ৭ জন আহত হন।
নিখোঁজ এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমা (২০) বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এদিন দুপুরে বাঘাইছড়ির দূরছড়িবাজার থেকে রাঙামাটি শহরের উদ্দেশে স্পিডবোটটি ছেড়ে আসছিল।
শুক্রবার বিকালের ওই ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনার দিন ও গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি। রাতে জেলেদের মাছ ধরার জালেই দুজনের মরদেহ ভেসে ওঠে।
বা// দৈনিক দেশতথ্য// ০৭, নভেম্বর ২০২২//