Print Date & Time : 1 August 2025 Friday 11:22 pm

কাব্যগ্রন্থ “একগুচ্ছ ভালোবাসা”র মোড়ক উন্মোচন

কবি রোকনুজ্জামান সাজু’র প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “একগুচ্ছ ভালোবাসা”র মোড়ক উন্মোচন হয়েছে।

সোমবার বিকেলে কুষ্টিয়া পাকবলিক লাইব্রেরীর নীচতলায় রোটারি গ্যালারীতে অরিন সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া শাখার আয়োজনে ও সংগঠনের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি শিল্পী সাহিত্যিক গল্পকার নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সংগঠকগন উপস্থিত ছিলেন।

এই আয়োজনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডীন ডঃ শহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহিলা কলেজের অধ্যাপক ডঃ অজয় মৈত্র, বক্তব্য রাখেন কবি ও লেখক আলম আরা জুঁই, মানবাধিকার কর্মী সৈয়দা হাবিবা,রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কারশেদ আলম, গণমাধ্যম কর্মী হাসান আলী, এ্যাডঃ আবু সাইদ, এ্যাডঃ সুব্রত চক্রবর্তী, এ্যাড. তোফাজ্জেল হোসেন, কবি ও লেখক হামিদুল ইসলাম, এ্যাডঃ আল মুজাহিদ হোসেন মিঠু, কবি জসিম উল­াহ,কবি আখতারুজ্জামান চিরু,লেখক রেজাউল হক, জাতীয় সংগীত পরিবেশরে মাধ্যমে সভা শুরু হওয়া এই কাব্যগ্রন্থ ‘একগুচ্ছ ভালোবাসা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি পরিচালনা করেন অরিন সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৬ জানুয়ারি ২০২৩