পিএসসির সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগ মনোনিত ড.মোহাম্মদ সাদিক বলেছেন, এতদিন আমলা হিসেবে প্রজাতন্ত্রের কাজ করেছি এখন জনগনের কামলা হিসেবে আওয়ামী লীগ নেতাদের পাশে থেকে সুনামগঞ্জকে এগিয়ে নিতে চাই।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট শামীম আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আবু সুফিয়ান,দপ্তর সম্পাদক এড. বিমান কান্তি রায়,বীর মুক্তিযোদ্ধা বশীর আহমেদ অরুন,জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস,আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বীর মুক্তিযোদ্ধা,নৌকা প্রতীক ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে সংগীত পরিবেশন করেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের আহবায়ক বাউল আল-হেলাল ও বীর মুক্তিযোদ্ধার সন্তান জহীর আহমদ সোহেল।
এ সময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু,মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড এর সাবেক কমান্ডার আব্দুল মজিদ,জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জাহান,দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জিয়াউল হক,সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুছ ছাত্তার ডিলার,আওয়ামী লীগ নেতা এরন মিয়া ও তাজুল ইসলামসহ রঙ্গারচর,জাহাঙ্গীরনগর ও সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post