Print Date & Time : 7 July 2025 Monday 10:30 am

কায়সল আহমদকে কুলাউড়া জিসাসের সংবর্ধনা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যস্থ জিসাসের সাবেক সাধারণ সম্পাদক কায়সল আহমদকে কুলাউড়া উপজেলা জিসাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সম্প্রতি তিনি কয়েক সপ্তাহের জন্য তাঁর নিজ বাড়ি কুলাউড়াতে আসলে উপজেলা জিসাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জিসাসের আহ্বায়ক দেলোয়ার হোসেন তরফদার,কুলাউড়া উপজেলা জিসাসের আহ্বায়ক আলী আহসান সোহেল, যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান শাহীনসহ কুলাউড়া উপজেলা জিসাসের সকল নেতৃবৃন্দ।

সেই সময় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কায়সল আহমদ জেলা ও কুলাউড়া উপজেলা জিসাসের নবগঠিত কমিটির সার্বিক কর্মকান্ডে খোঁজ খবর নেন এবং উপজেলা জিসাসের সাংগঠনিক কর্মকান্ড সুষ্ঠুভাবে চালিয়ে নেয়ার জন্য উপজেলা জিসাসের কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনা মূলক কর্মকান্ড চালিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়ে দেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কুলাউড়ার কৃতি সন্তান কায়সল আহমদকে কুলাউড়া উপজেলা জিসাসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে দলীয় সূত্রের বরাতে জানা গেছে।