Print Date & Time : 8 May 2025 Thursday 11:04 pm

কারামুক্ত হলেন বিএনপি নেতা রাকিবুল্লা তপন

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন দৌলতপুর উপজেলার ১৪ আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিয়ত উল্লাহ’র ছোট ছেলে বিএনপি নেতা রাকিবুল্লা তপন।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় আড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ মোল্লার নেতৃত্বে প্রায় দুইশ মোটরসাইকেল নিয়ে তাকে স্বাগত জানাতে নেতাকর্মী উপস্থিত হন।

এসময় বড়গাংদিয়া ফুটবল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তপন বলেন,পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছিল পতিত জালিম সরকার।তারা শুধু বিএনপি নেতাকর্মী নয়,দেশের জনগণের অধিকার,স্বাধীনতা ও সার্বভৌমত্বসহ সবকিছুকে ধ্বংস করেছে।
গত নভেম্বর মাসে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ১৭ বছরে বিভিন্ন থানায় তার নামে রাজনৈতিক কারণে ১৩টি মিথ্যা মামলা হয়।