কালিগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে
আটক করেছে থানা পুলিশ।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কালিগঞ্জ থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) নির্দেশনায় বিশেষ অভিযানে রবিবার (১৭ সেপ্টেম্বর) ০২ কেজি গাঁজাসহ ২ জন আবু হাসান ও মশিউর মোল্লা বাবুকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা সংক্রান্তে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, থানা এলাকার মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের বাহার আলীর ছেলে আবু হাসান (২৭) ও একই উপজেলার চরপানিয়া গ্রামের-মৃত নাছির উদ্দিন মোল্লার ছেলে মশিউর মোল্লা বাবু (৩২)।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post