মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসুশাসনের জন্যে নাগরিক (সুজন) এর কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকাল ৯ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় আগামী রবিবার (২৫ জুন) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সুজন এর উদ্যোগে পিএফজি গ্রুপের গুরুত্বপূর্ণ মিটিং, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী , উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা কে কৃতিত্ব অর্জন করায় সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এ সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর ও সুজন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, পিএফজি গ্রুপের সদস্য এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, শেখ আব্দুল করিম মামুন হাসান প্রমুখ। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকৃন্দ ও সুজনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post