ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই,ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কালীগঞ্জে গণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ অক্টোবর বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি পালন করা হয়,
এ সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউপির চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিত কুমার সেন এর সঞ্চালনায় গণ অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কৃষ্ণনগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তপন কুমার রায়, মৌতলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা, দলবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘরামী, ঠাকুর দাস কর্মকার, অসিত বিশ্বাস, গোপাল মন্ডল প্রমুখ।সহ গণ অনশন কর্মসূচিতে কালিগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২২,২০২২//

Discussion about this post